bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২০] ত্বা-হা | Ta-ha | سورة طه

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১৩৫
[২০:৬১] সূরা ত্বা-হা, আয়াত নং ৬১
Share on
قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ ٦١
মূসা তাদেরকে বলল, ‘দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না। করলে, তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমুলে ধ্বংস করবেন। আর যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬২] সূরা ত্বা-হা, আয়াত নং ৬২
Share on
فَتَنَٰزَعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَىٰ ٦٢
তখন তারা নিজেদের মধ্যে নিজেদের কাজ সম্বন্ধে বিতর্ক করল(১) এবং তারা গোপনে পরামর্শ করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৩] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৩
Share on
قَالُوٓاْ إِنۡ هَٰذَٰنِ لَسَٰحِرَٰنِ يُرِيدَانِ أَن يُخۡرِجَاكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِمَا وَيَذۡهَبَا بِطَرِيقَتِكُمُ ٱلۡمُثۡلَىٰ ٦٣
তারা বলল, ‘এ দুজন অবশ্যই জাদুকর, তার চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে(১) এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করতে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৪] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৪
Share on
فَأَجۡمِعُواْ كَيۡدَكُمۡ ثُمَّ ٱئۡتُواْ صَفّٗاۚ وَقَدۡ أَفۡلَحَ ٱلۡيَوۡمَ مَنِ ٱسۡتَعۡلَىٰ ٦٤
‘অতএব তোমরা তোমাদের কৌশল (জাদুক্রিয়া) জোগাড় কর, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও। আর আজ যে জয়ী হবে সে-ই সফল হবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৫] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৫
Share on
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ ٦٥
তারা বলল, ‘হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর নতুবা আমরাই প্রথম নিক্ষেপকারী হই(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৬] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৬
Share on
قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ ٦٦
মূসা বললেন, ‘বরং তোমরাই নিক্ষেপ কর। অতঃপর তাদের জাদু-প্রভাবে হঠাৎ মূসার মনে হল তাদের দড়ি ও লাঠিগুলো ছুটোছুটি করছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৭] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৭
Share on
فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةٗ مُّوسَىٰ ٦٧
তখন মূসা তার অন্তরে কিছু ভীতি অনুভব করলেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৮] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৮
Share on
قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ ٦٨
আমরা বললাম, ‘ভয় করবেন না, আপনিই উপরে থাকবেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৬৯] সূরা ত্বা-হা, আয়াত নং ৬৯
Share on
وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرٖۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ ٦٩
‘আর আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন, এটা তারা যা করেছে তা খেয়ে ফেলবে(১)। তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল। আর জাদুকর যেখানেই আসুক, সফল হবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২০:৭০] সূরা ত্বা-হা, আয়াত নং ৭০
Share on
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ ٧٠
অতঃপর জাদুকরেরা সাজদাবনত হও(১), তার বলল, ‘আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 14