bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৬] ইয়াসীন | Ya-Sin | سورة يس

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৩
[৩৬:৬১] সূরা ইয়াসীন, আয়াত নং ৬১
Share on
وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٦١
আর আমারই ইবাদত কর, এটাই সরল পথ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬২] সূরা ইয়াসীন, আয়াত নং ৬২
Share on
وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ ٦٢
আর শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বুঝনি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৩] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৩
Share on
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ٦٣
এটাই সে জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৪] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৪
Share on
ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ٦٤
তোমরা যে কুফরী করতে সে কারণে আজ তোমরা এতে দগ্ধ হও(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৫] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৫
Share on
ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ٦٥
আমরা আজ এদের মুখ মোহর করে দেব, এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৬] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৬
Share on
وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ ٦٦
আর আমরা ইচ্ছে করলে অবশ্যই এদের চোখগুলোকে লোপ করে দিতাম, তখন এরা পথ অন্বেষণে দৌড়ালে(১) কি করে দেখতে পেত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৭] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৭
Share on
وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ٦٧
আর আমরা ইচ্ছে করলে স্ব স্ব স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে এরা এগিয়েও যেতে পারত না এবং ফিরেও আসতে পারত না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৮] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৮
Share on
وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ٦٨
আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি অবয়বে তার অবনতি ঘটায়। তবুও কি তারা বুঝে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৬৯] সূরা ইয়াসীন, আয়াত নং ৬৯
Share on
وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ ٦٩
আর আমরা রাসূলকে কাব্য রচনা করতে শিখাইনি এবং এটা তাঁর পক্ষে শোভনীয়ও নয়(১)। এটা তো শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৬:৭০] সূরা ইয়াসীন, আয়াত নং ৭০
Share on
لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٧٠
যাতে তা সতর্ক করতে পারে জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 9