bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৭১] সূরা আল-হিজর, আয়াত নং ৭১
Share on
قَالَ هَٰٓؤُلَآءِ بَنَاتِيٓ إِن كُنتُمۡ فَٰعِلِينَ ٧١
লূত বললেন, একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এ কন্যারা রয়েছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭২] সূরা আল-হিজর, আয়াত নং ৭২
Share on
لَعَمۡرُكَ إِنَّهُمۡ لَفِي سَكۡرَتِهِمۡ يَعۡمَهُونَ ٧٢
আপনার জীবন(১), নিশ্চয় তারা তাদের নেশায় বিভ্রান্ত হয়ে ঘুরছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৩] সূরা আল-হিজর, আয়াত নং ৭৩
Share on
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُشۡرِقِينَ ٧٣
অতঃপর সূর্যোদয়ের সময় প্রকাণ্ড চীৎকার তাদেরকে পাকড়াও করল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৪] সূরা আল-হিজর, আয়াত নং ৭৪
Share on
فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ ٧٤
তাতে আমরা জনপদকে উল্টিয়ে উপর-নিচ করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর-কংকর বর্ষন করলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৫] সূরা আল-হিজর, আয়াত নং ৭৫
Share on
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡمُتَوَسِّمِينَ ٧٥
নিশ্চয় এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ-শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৬] সূরা আল-হিজর, আয়াত নং ৭৬
Share on
وَإِنَّهَا لَبِسَبِيلٖ مُّقِيمٍ ٧٦
আর নিশ্চয় তা লোক চলাচলের পথের পাশেই বিদ্যমান(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৭] সূরা আল-হিজর, আয়াত নং ৭৭
Share on
إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ ٧٧
নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৮] সূরা আল-হিজর, আয়াত নং ৭৮
Share on
وَإِن كَانَ أَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ لَظَٰلِمِينَ ٧٨
আর ‘আইকা’বাসীরা(১)ও তো ছিলো সীমালঙ্ঘনকারী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৭৯] সূরা আল-হিজর, আয়াত নং ৭৯
Share on
فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡ وَإِنَّهُمَا لَبِإِمَامٖ مُّبِينٖ ٧٩
অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এ জনপদ দু’টিই প্রকাশ্য পথের পাশে অবস্থিত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮০] সূরা আল-হিজর, আয়াত নং ৮০
Share on
وَلَقَدۡ كَذَّبَ أَصۡحَٰبُ ٱلۡحِجۡرِ ٱلۡمُرۡسَلِينَ ٨٠
আর অবশ্যই হিজরবাসীরা(১) রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছিল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 8 of 10