আর আসমান, যমীন ও তাদের মাঝে অবস্থিত কোনো কিছুই যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি(১) এবং নিশ্চয় কিয়ামত আসবেই। কাজেই আপনি পরম সৌজন্যের সাথে ওদেরকে ক্ষমা করুন(২)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
আমর তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ- বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি কখনো আপনার দুচোখ প্রসারিত করবেন না(১)। তাদের জন্য আপনি দুঃখ করবেন না(২); আপনি মুমিনদের জন্য আপনার বাহু নত করুন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৯] সূরা আল-হিজর, আয়াত নং ৮৯
Share on
وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ ٨٩
এবং বলুন, ‘নিশ্চয় আমিই প্রকাশ্য সতর্ককারী।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯০] সূরা আল-হিজর, আয়াত নং ৯০
Share on
كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ ٩٠
যেভাবে আমরা নাযিল করেছিলাম বিভক্তকারীদের উপর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া