bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৫] আল-হিজর | Al-Hizr | سورة الحجر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৯
[১৫:৮১] সূরা আল-হিজর, আয়াত নং ৮১
Share on
وَءَاتَيۡنَٰهُمۡ ءَايَٰتِنَا فَكَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ٨١
আমরা তাদেরকে আমাদের নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮২] সূরা আল-হিজর, আয়াত নং ৮২
Share on
وَكَانُواْ يَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ ٨٢
আর তারা পাহার কেটে ঘর নির্মাণ করতো নিরাপদে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৩] সূরা আল-হিজর, আয়াত নং ৮৩
Share on
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ مُصۡبِحِينَ ٨٣
অতঃপর ভোরে বিকট চীৎকার তাদেরকে পাকড়াও করল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৪] সূরা আল-হিজর, আয়াত নং ৮৪
Share on
فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ٨٤
কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৫] সূরা আল-হিজর, আয়াত নং ৮৫
Share on
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞۖ فَٱصۡفَحِ ٱلصَّفۡحَ ٱلۡجَمِيلَ ٨٥
আর আসমান, যমীন ও তাদের মাঝে অবস্থিত কোনো কিছুই যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি(১) এবং নিশ্চয় কিয়ামত আসবেই। কাজেই আপনি পরম সৌজন্যের সাথে ওদেরকে ক্ষমা করুন(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৬] সূরা আল-হিজর, আয়াত নং ৮৬
Share on
إِنَّ رَبَّكَ هُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ٨٦
নিশ্চয় আপনার রব, তিনিই মহাস্রষ্টা, মহাজ্ঞানী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৭] সূরা আল-হিজর, আয়াত নং ৮৭
Share on
وَلَقَدۡ ءَاتَيۡنَٰكَ سَبۡعٗا مِّنَ ٱلۡمَثَانِي وَٱلۡقُرۡءَانَ ٱلۡعَظِيمَ ٨٧
আর আমরা তো আপনাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত সাতটি আয়াত ও মহান কুরআন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৮] সূরা আল-হিজর, আয়াত নং ৮৮
Share on
لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ ٨٨
আমর তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ- বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি কখনো আপনার দুচোখ প্রসারিত করবেন না(১)। তাদের জন্য আপনি দুঃখ করবেন না(২); আপনি মুমিনদের জন্য আপনার বাহু নত করুন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৮৯] সূরা আল-হিজর, আয়াত নং ৮৯
Share on
وَقُلۡ إِنِّيٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلۡمُبِينُ ٨٩
এবং বলুন, ‘নিশ্চয় আমিই প্রকাশ্য সতর্ককারী।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৫:৯০] সূরা আল-হিজর, আয়াত নং ৯০
Share on
كَمَآ أَنزَلۡنَا عَلَى ٱلۡمُقۡتَسِمِينَ ٩٠
যেভাবে আমরা নাযিল করেছিলাম বিভক্তকারীদের উপর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 9 of 10