bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১০৯] আল-কাফিরূন | Al-Kafirun | سورة الكافرون

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬
[১০৯:১] সূরা আল-কাফিরূন, আয়াত নং ১
Share on
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١
বলুন, ‘হে কাফিররা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১০৯:২] সূরা আল-কাফিরূন, আয়াত নং ২
Share on
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢
‘আমি তার ‘ইবাদাত করি না যার ‘ইবাদাত তোমরা কর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১০৯:৩] সূরা আল-কাফিরূন, আয়াত নং ৩
Share on
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣
এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১০৯:৪] সূরা আল-কাফিরূন, আয়াত নং ৪
Share on
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤
এবং আমি ‘ইবাদাতকারী নই তার যার ‘ইবাদাত তোমরা করে আসছ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১০৯:৫] সূরা আল-কাফিরূন, আয়াত নং ৫
Share on
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥
এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী হবে না যাঁর ‘ইবাদাত আমি করি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১০৯:৬] সূরা আল-কাফিরূন, আয়াত নং ৬
Share on
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦
তোমাদের দীন তোমাদের, আর আমার দ্বীন আমার(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া