তিনি বলেছিলেন, ‘হে আমার রব! আমার অস্থি দুর্বল হয়েছে(১), বার্ধক্যে আমার মাথা শুভ্রোজ্জল হয়েছে(২); হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হইনি(৩)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
‘আর আমি আশংকা করি আমার পর আমার সগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
তিনি বললেন, ‘হে যাকারিয়্যা! আমরা আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া; এ নামে আগে আমরা কারো নামকরণ(১) করিনি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
যাকারিয়্যা বললেন, ‘হে আমার রব! আমাকে একটি নিদর্শন দিন।’ তিনি বললেন, ‘আপনার নিদর্শন এ যে, আপনি সুস্থ(১) থাকা সত্ত্বেও কারো সাথে তিন দিন কথাবার্তা বলবেন না।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া