bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৯] মারইয়াম | Maryam | سورة مريم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৮
[১৯:১] সূরা মারইয়াম, আয়াত নং ১
Share on
كٓهيعٓصٓ ١
কাফ-হা-ইয়া-‘আইন-সাদ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:২] সূরা মারইয়াম, আয়াত নং ২
Share on
ذِكۡرُ رَحۡمَتِ رَبِّكَ عَبۡدَهُۥ زَكَرِيَّآ ٢
এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ তাঁর বান্দা যাকারিয়্যার(১) প্রতি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৩] সূরা মারইয়াম, আয়াত নং ৩
Share on
إِذۡ نَادَىٰ رَبَّهُۥ نِدَآءً خَفِيّٗا ٣
যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিভৃতে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৪] সূরা মারইয়াম, আয়াত নং ৪
Share on
قَالَ رَبِّ إِنِّي وَهَنَ ٱلۡعَظۡمُ مِنِّي وَٱشۡتَعَلَ ٱلرَّأۡسُ شَيۡبٗا وَلَمۡ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيّٗا ٤
তিনি বলেছিলেন, ‘হে আমার রব! আমার অস্থি দুর্বল হয়েছে(১), বার্ধক্যে আমার মাথা শুভ্রোজ্জল হয়েছে(২); হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থকাম হইনি(৩)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫] সূরা মারইয়াম, আয়াত নং ৫
Share on
وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا ٥
‘আর আমি আশংকা করি আমার পর আমার সগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬] সূরা মারইয়াম, আয়াত নং ৬
Share on
يَرِثُنِي وَيَرِثُ مِنۡ ءَالِ يَعۡقُوبَۖ وَٱجۡعَلۡهُ رَبِّ رَضِيّٗا ٦
‘যে আমার উত্তরাধিকারিত্ত করবে(১) এবং উত্তরাধিকারিত্ত করবে ইয়া’কুবের বংশের(২) এবং হে আমার রব! তাকে করবেন সন্তোষভাজন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৭] সূরা মারইয়াম, আয়াত নং ৭
Share on
يَٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَٰمٍ ٱسۡمُهُۥ يَحۡيَىٰ لَمۡ نَجۡعَل لَّهُۥ مِن قَبۡلُ سَمِيّٗا ٧
তিনি বললেন, ‘হে যাকারিয়্যা! আমরা আপনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া; এ নামে আগে আমরা কারো নামকরণ(১) করিনি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৮] সূরা মারইয়াম, আয়াত নং ৮
Share on
قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَٰمٞ وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا وَقَدۡ بَلَغۡتُ مِنَ ٱلۡكِبَرِ عِتِيّٗا ٨
তিনি বললেন, ‘হে আমার রব! কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত!’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯] সূরা মারইয়াম, আয়াত নং ৯
Share on
قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٞ وَقَدۡ خَلَقۡتُكَ مِن قَبۡلُ وَلَمۡ تَكُ شَيۡ‍ٔٗا ٩
তিনি বললেন, ‘এরূপই হবে। আপনার রব বললেন, এটা আমার জন্য সহজ; আমি তো আগে আপনাকে সৃষ্টি করেছি যখন আপনি কিছুই ছিলেন না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:১০] সূরা মারইয়াম, আয়াত নং ১০
Share on
قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا ١٠
যাকারিয়্যা বললেন, ‘হে আমার রব! আমাকে একটি নিদর্শন দিন।’ তিনি বললেন, ‘আপনার নিদর্শন এ যে, আপনি সুস্থ(১) থাকা সত্ত্বেও কারো সাথে তিন দিন কথাবার্তা বলবেন না।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 10