bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৭] আন-নামল | An-Naml | سورة النمل

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৩
[২৭:১] সূরা আন-নামল, আয়াত নং ১
Share on
طسٓۚ تِلۡكَ ءَايَٰتُ ٱلۡقُرۡءَانِ وَكِتَابٖ مُّبِينٍ ١
ত্বা-সীন; এগুলো আল-কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:২] সূরা আন-নামল, আয়াত নং ২
Share on
هُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ٢
পথনির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৩] সূরা আন-নামল, আয়াত নং ৩
Share on
ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ٣
যারা সালাত কায়েম করে ও যাকাত দেয় আর তারাই আখেরাতে নিশ্চিত বিশ্বাস রাখে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৪] সূরা আন-নামল, আয়াত নং ৪
Share on
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ زَيَّنَّا لَهُمۡ أَعۡمَٰلَهُمۡ فَهُمۡ يَعۡمَهُونَ ٤
নিশ্চয় যারা আখেরাতে ঈমান আনে না, তাদের জন্য তাদের কাজকে আমরা শোভন করেছি(১), ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৫] সূরা আন-নামল, আয়াত নং ৫
Share on
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ ٥
তাদেরই জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং তারাই আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্থ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৬] সূরা আন-নামল, আয়াত নং ৬
Share on
وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ ٦
আর নিশ্চয় আপনি আল-কুরআন প্রাপ্ত হচ্ছেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট থেকে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৭] সূরা আন-নামল, আয়াত নং ৭
Share on
إِذۡ قَالَ مُوسَىٰ لِأَهۡلِهِۦٓ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا سَ‍َٔاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ ءَاتِيكُم بِشِهَابٖ قَبَسٖ لَّعَلَّكُمۡ تَصۡطَلُونَ ٧
স্মরণ করুন, যখন মূসা তার পরিবারের লোকদেরকে বলেছিলেন, ‘নিশ্চয় আমি আগুন দেখেছি, অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনব অথবা তোমাদের জন্য আনব জলন্ত অঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পার(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৮] সূরা আন-নামল, আয়াত নং ৮
Share on
فَلَمَّا جَآءَهَا نُودِيَ أَنۢ بُورِكَ مَن فِي ٱلنَّارِ وَمَنۡ حَوۡلَهَا وَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٨
অতঃপর তিনি যখন সেটার কাছে আসলেন(১), তখন ঘোষিত হল, ‘বরকতময়, যা আছে এ আলোর মধ্যে এবং যা আছে এর চারপাশে(২), আর সৃষ্টিকুলের রব আল্লাহ্‌ পবিত্র ও মহিমান্বিত(৩)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:৯] সূরা আন-নামল, আয়াত নং ৯
Share on
يَٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٩
‘হে মূসা! নিশ্চয় আমি আল্লাহ্‌(১)! পরাক্রমশালী, প্রজ্ঞাময়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৭:১০] সূরা আন-নামল, আয়াত নং ১০
Share on
وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ ١٠
‘আর আপনি আপনার লাঠি নিক্ষেপ করুন।’ তারপর যখন তিনি সেটাকে সাপের মত ছুটোছুটি করতে দেখলেন তখন তিনি পিছনের দিকে ছুটতে লাগলেন(১) এবং ফিরেও তাকালেন না। ‘হে মূসা! ভীত হবেন না, নিশ্চয় আমি এমন যে, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 10