bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৮] সাদ | Sad | سورة ص

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৮
[৩৮:১] সূরা সাদ, আয়াত নং ১
Share on
صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ ١
সোয়াদ(১), শপথ উপদেশপূর্ণ কুরআনের— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:২] সূরা সাদ, আয়াত নং ২
Share on
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ ٢
বরং কাফিররা ঔদ্ধত্য ও বিরোধিতায় নিপতিত আছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৩] সূরা সাদ, আয়াত নং ৩
Share on
كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ ٣
এদের আগে আমরা বহু জনগোষ্ঠী ধ্বংস করেছি; তখন তারা আর্ত চীৎকার করেছিল। কিন্তু তখন পরিত্রাণের কোনোই সময় ছিল না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৪] সূরা সাদ, আয়াত নং ৪
Share on
وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ ٤
আর তারা বিস্ময় বোধ করছে যে, এদের কাছে এদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আসল এবং কাফিররা বলে, 'এ তো এক জাদুকর(১), মিথ্যাবাদী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৫] সূরা সাদ, আয়াত নং ৫
Share on
أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ ٥
সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? এটা তো এক অত্যাশ্চর্য ব্যাপার— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৬] সূরা সাদ, আয়াত নং ৬
Share on
وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ ٦
আর তাদের নেতারা এ বলে সরে পড়ে যে, 'তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাগুলোর পূজায় তোমরা অবিচলিত থাক। নিশ্চয়ই এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৭] সূরা সাদ, আয়াত নং ৭
Share on
مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ ٧
আমরা তো অন্য ধর্মাদর্শে(১) এরূপ কথা শুনিনি; এটা এক মনগড়া উক্তি মাত্র।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৮] সূরা সাদ, আয়াত নং ৮
Share on
أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ ٨
আমাদের মধ্যে কি তারই উপর যিক্‌র (বাণী) নাযিল হল? প্রকৃতপক্ষে তারা তো আমার বাণীতে (কুরআনে) সন্দিহান। বরং তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:৯] সূরা সাদ, আয়াত নং ৯
Share on
أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ ٩
নাকি তাদের কাছে আছে আপনার রবের অনুগ্রহের ভাণ্ডার, যিনি পরাক্রমশালী, মহান দাতা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১০] সূরা সাদ, আয়াত নং ১০
Share on
أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ١٠
নাকি তাদের কর্তৃত্ব আছে আসমানসমূহ ও যমীন এবং এ দু’য়ের অন্তর্বতী সমস্ত কিছুর উপর? থাকলে, তারা কোনো উপায় অবলম্বন করে আরোহণ করুক— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 9