bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৪৩] আয-যুখরুফ | Az-Zukhruf | سورة الزخرف

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৯
[৪৩:১] সূরা আয-যুখরুফ, আয়াত নং ১
Share on
حمٓ ١
হা - মীম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:২] সূরা আয-যুখরুফ, আয়াত নং ২
Share on
وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢
সুস্পষ্ট কিতাবের শপথ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৩] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৩
Share on
إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ ٣
নিশ্চয় আমরা এটাকে (অবতীর্ণ) করেছি আরবী (ভাষায়) কুরআন, যাতে তোমরা বুঝতে পার।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৪] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৪
Share on
وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ ٤
আর নিশ্চয় তা আমাদের কাছে উন্মুল কিতাবে উচ্চ মর্যাদাসম্পন্ন, হিকমতপূর্ণ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৫] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৫
Share on
أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ ٥
আমরা কি তোমাদের থেকে এ উপদেশবাণী সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব এ কারণে যে, তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৬] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৬
Share on
وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ ٦
আর পূর্ববতীদের কাছে আমরা বহু নবী প্রেরণ করেছিলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৭] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৭
Share on
وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٧
আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৮] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৮
Share on
فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ ٨
ফলে যারা এদের চেয়ে শক্তিতে প্রবল ছিল তাদেরকে আমরা ধ্বংস করেছিলাম; আর গত হয়েছে পূর্ববর্তীদের অনুরূপ দৃষ্টান্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:৯] সূরা আয-যুখরুফ, আয়াত নং ৯
Share on
وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ٩
আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ‘কে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে?’ তারা অবশ্যই বলবে, ‘এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞই।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৩:১০] সূরা আয-যুখরুফ, আয়াত নং ১০
Share on
ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٠
যিনি তোমাদের জন্য যমীনকে বানিয়েছেন শয্যা(১) এবং তাতে বানিয়েছেন তোমাদের চলার পথ(২), যাতে তোমরা সঠিক পথ পেতে পার— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 9