bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৪৪] আদ-দুখান | Ad-Dukhan | سورة الدخان

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৯
[৪৪:১] সূরা আদ-দুখান, আয়াত নং ১
Share on
حمٓ ١
হা - মীম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:২] সূরা আদ-দুখান, আয়াত নং ২
Share on
وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢
শপথ সুস্পষ্ট কিতাবের(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৩] সূরা আদ-দুখান, আয়াত নং ৩
Share on
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ٣
নিশ্চয় আমরা এটা নাযিল করেছি এক মুবারক রাতে(১); নিশ্চয় আমরা সতর্ককারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৪] সূরা আদ-দুখান, আয়াত নং ৪
Share on
فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ٤
সে রাতে প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫] সূরা আদ-দুখান, আয়াত নং ৫
Share on
أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ٥
আমাদের পক্ষ থেকে আদেশক্রমে, নিশ্চয় আমরা রাসূল প্রেরণকারী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৬] সূরা আদ-দুখান, আয়াত নং ৬
Share on
رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦
আপনার রবের রহমতস্বরূপ ; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ—— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৭] সূরা আদ-দুখান, আয়াত নং ৭
Share on
رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٧
আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৮] সূরা আদ-দুখান, আয়াত নং ৮
Share on
لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٨
তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান ; তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৯] সূরা আদ-দুখান, আয়াত নং ৯
Share on
بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ ٩
বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেল -- তামাসা করছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১০] সূরা আদ-দুখান, আয়াত নং ১০
Share on
فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ ١٠
অতএব আপনি অপেক্ষা করুন সে দিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 6