bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৪] আল-ক্বামার | Al-Qamar | سورة القمر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৫
[৫৪:১] সূরা আল-ক্বামার, আয়াত নং ১
Share on
ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ ١
কিয়ামত কাছাকাছি হয়েছে(১), আর চাঁদ বিদীর্ণ হয়েছে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:২] সূরা আল-ক্বামার, আয়াত নং ২
Share on
وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ ٢
আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এটা তো চিরাচরিত জাদু(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৩] সূরা আল-ক্বামার, আয়াত নং ৩
Share on
وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ ٣
আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল –খুশীর অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষে পৌঁছবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪
Share on
وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ ٤
আর তাদের কাছে এসেছে সংবাদসমূহ, যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৫] সূরা আল-ক্বামার, আয়াত নং ৫
Share on
حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ ٥
এটা পরিপূর্ণ হিকমত, কিন্তু ভীতিপ্রদর্শন তাদের কোনো কাজে লাগেনি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৬] সূরা আল-ক্বামার, আয়াত নং ৬
Share on
فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ ٦
অতএব, আপনি তাদের উপেক্ষা করুন। (স্মরণ করুন) যেদিন আহ্‌বানকারী আহ্‌বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৭] সূরা আল-ক্বামার, আয়াত নং ৭
Share on
خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ ٧
আপমানে অবনমিত নেত্রে(১) সেদিন তারা কবর হতে বের হবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৮] সূরা আল-ক্বামার, আয়াত নং ৮
Share on
مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ ٨
তারা অহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে(১)। কাফিররা বলবে, ‘বড়ই কঠিন এ দিন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৯] সূরা আল-ক্বামার, আয়াত নং ৯
Share on
۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ ٩
এদের আগে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল--- সুতরাং তারা আমাদের বান্দার প্রতি মিথ্যারোপ করেছিল আর বলেছিল, ’পাগল’, আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১০] সূরা আল-ক্বামার, আয়াত নং ১০
Share on
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ ١٠
তখন তিনি তাঁর রবকে আহবান করে বলেছিলেন, ‘নিশ্চয় আমি অসহায়, অতএব আপনি প্রতিবিধান করুন।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 6