bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৬৮] আল-ক্বালাম | Al-Qalam | سورة القلم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫২
[৬৮:১] সূরা আল-ক্বালাম, আয়াত নং ১
Share on
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ١
নূন---শপথ কলমের(১) এবং তারা যা লিপিবদ্ধ করে তার— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:২] সূরা আল-ক্বালাম, আয়াত নং ২
Share on
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ٢
আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৩] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৩
Share on
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ٣
আর নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৪] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৪
Share on
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ٤
আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৫] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৫
Share on
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ٥
অতঃপর অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৬] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৬
Share on
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ٦
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৭] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৭
Share on
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ٧
নিশ্চয় আপনার রব সম্যক অবগত আছেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা হিদায়াতপ্রাপ্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৮] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৮
Share on
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ٨
কাজেই আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:৯] সূরা আল-ক্বালাম, আয়াত নং ৯
Share on
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ٩
তারা কামনা করে যে, আপনি আপোষকামী হোন, তাহলে তারাও আপোষকামী হবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৮:১০] সূরা আল-ক্বালাম, আয়াত নং ১০
Share on
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ١٠
আর আপনি আনুগত্য করবেন না প্ৰত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথ কারী, লাঞ্ছিত— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 6