bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৬৯] আল-হাক্কাহ | Al-Haqqah | سورة الحاقة

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫২
[৬৯:১] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ১
Share on
ٱلۡحَآقَّةُ ١
সে অবশ্যম্ভাবী ঘটনা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:২] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ২
Share on
مَا ٱلۡحَآقَّةُ ٢
কী সে অবশ্যম্ভাবী ঘটনা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৩] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৩
Share on
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ٣
আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৪] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৪
Share on
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ٤
সামূদ ও ‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্ৰদ মহাবিপদ সম্পর্কে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৫] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৫
Share on
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ٥
অতঃপর সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্ৰলয়ংকর বিপর্যয়কারী প্ৰচণ্ড চীৎকার দ্বারা— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৬] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৬
Share on
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ٦
আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠাণ্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৭] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৭
Share on
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ٧
যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে; তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন--- তারা সেখানে লুটিয়ে পরে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৮] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৮
Share on
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ٨
অতঃপর তাদের কাউকেও আপনি বিদ্যমান দেখতে পান কি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:৯] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ৯
Share on
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ٩
আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৬৯:১০] সূরা আল-হাক্কাহ, আয়াত নং ১০
Share on
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ١٠
অতঃপর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে পাকড়াও করলেন --- কঠোর পাকড়াও।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 6