bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৭] আল-আ‘রাফ | Al-A‘raf | سورة الأعراف

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ২০৬
[৭:১] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ১
Share on
الٓمٓصٓ ١
আলিফ, লাম, মীম, সাদ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:২] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ২
Share on
كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ٢
এ কিতাব(১) আপনার প্রতি নাযিল করা হয়েছে, সুতরাং আপনার মনে যেন এ সম্পর্কে কোনো সন্দেহ(২) না থাকে। যাতে আপনি এর দ্বারা সতর্ক করতে পারেন(৩)। আর তা মুমিনদের জন্য উপদেশ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৩] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৩
Share on
ٱتَّبِعُواْ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡ وَلَا تَتَّبِعُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۗ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ٣
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে, তোমরা তার অনুসরণ কর এবং তাঁকে ছাড়া অন্য কাউকে অভিভাবকরূপে অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ কর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৪] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৪
Share on
وَكَم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَا فَجَآءَهَا بَأۡسُنَا بَيَٰتًا أَوۡ هُمۡ قَآئِلُونَ ٤
আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম করছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৫] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৫
Share on
فَمَا كَانَ دَعۡوَىٰهُمۡ إِذۡ جَآءَهُم بَأۡسُنَآ إِلَّآ أَن قَالُوٓاْ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٥
অতঃপর যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল, তখন তাদের দাবী শুধু এই ছিল যে, তারা বলল, “নিশ্চয় আমরা যালিম ছিলাম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৬] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৬
Share on
فَلَنَسۡ‍َٔلَنَّ ٱلَّذِينَ أُرۡسِلَ إِلَيۡهِمۡ وَلَنَسۡ‍َٔلَنَّ ٱلۡمُرۡسَلِينَ ٦
অতঃপর যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং রাসূলগণকেও অবশ্যই আমরা জিজ্ঞেস করব(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৭] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৭
Share on
فَلَنَقُصَّنَّ عَلَيۡهِم بِعِلۡمٖۖ وَمَا كُنَّا غَآئِبِينَ ٧
অতঃপর অবশ্যই আমরা তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাজগুলো বিবৃত করব, আর আমারা তো অনুপস্থিত ছিলাম না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৮] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৮
Share on
وَٱلۡوَزۡنُ يَوۡمَئِذٍ ٱلۡحَقُّۚ فَمَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٨
আর সেদিন ওজন(১) যথাযথ হবে(২) সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে(৩)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:৯] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ৯
Share on
وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِ‍َٔايَٰتِنَا يَظۡلِمُونَ ٩
আর যাদের পাল্লা হালকা হবে, তারাই সে সব লোক, যারা নিজেদের ক্ষতি করেছে(১), যেহেতু তারা আমাদের আয়াতসমূহের প্রতি যুলুম করত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৭:১০] সূরা আল-আ‘রাফ, আয়াত নং ১০
Share on
وَلَقَدۡ مَكَّنَّٰكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَجَعَلۡنَا لَكُمۡ فِيهَا مَعَٰيِشَۗ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ١٠
আর অবশ্যই আমরা তোমাদেরকে যমীনে প্রতিষ্ঠিত করেছি এবং তাতে তোমাদের জন্য জীবিকার ব্যাবস্থাও করেছি; তোমারা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন কর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 1 of 21