bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৯৪] আল-ইনশিরাহ | Al-Inshirah | سورة الشرح

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮
[৯৪:১] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ১
Share on
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١
আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:২] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ২
Share on
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢
আর আমরা অপসারণ করেছি আপনার ভার— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৩] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৩
Share on
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣
যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৪] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৪
Share on
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤
আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৫] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৫
Share on
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৬] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৬
Share on
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦
নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৭] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৭
Share on
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧
অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৪:৮] সূরা আল-ইনশিরাহ, আয়াত নং ৮
Share on
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨
আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া