bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৯৮] আল-বাইয়্যিনাহ | Al-Bayyinah | سورة البينة

নাযিলের স্থান: মদীনা আয়াত সংখ্যা: ৮
[৯৮:১] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ১
Share on
لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ ١
আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা(১), তারা নিবৃত্ত হবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:২] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ২
Share on
رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ ٢
আল্লাহর কাছ থেকে এক রাসূল, যিনি তেলাওয়াত করেন পবিত্ৰ পত্ৰসমূহ(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৩] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৩
Share on
فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ ٣
যাতে আছে সঠিক বিধিবদ্ধ বিধান(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৪] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৪
Share on
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ ٤
আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তো বিভক্ত হল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৫] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৫
Share on
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥
আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দীন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৬] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৬
Share on
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ٦
নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে; তারাই সৃষ্টির অধম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৭] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৭
Share on
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ ٧
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই সৃষ্টির শ্ৰেষ্ঠ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৯৮:৮] সূরা আল-বাইয়্যিনাহ, আয়াত নং ৮
Share on
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ ٨
তাদের রবের কাছে আছে তাদের পুরষ্কার: স্থায়ী জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট(১) এবং তারাও তাঁর প্রতি সস্তুষ্ট। এটি তার জন্য, যে তার রবকে ভয় করে(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া