যেকোনো গ্রন্থের এক বা একাধিক হাদীস খুঁজতে প্রথমে নির্দিষ্ট গ্রন্থ নির্বাচন করুন। তারপর একক হাদীস খুঁজতে শুধু হাদীস নম্বরটি লিখুন। আর একাধিক হাদীসের ক্ষেত্রে কমা (,) দিয়ে হাদীস নম্বর লিখুন এভাবে ১,৩,৭। ধারাবাহিক হাদীসের ক্ষেত্রে যেমন- এক হতে দশ পর্যন্ত হাদীসসমূহ খুঁজতে হাদীস নম্বর লিখুন এভাবে ১-১০। আরো জটিল ও মিশ্র রেঞ্জ ব্যবহার করতে পারেন এভাবে ১,৩,৫-৭,১০।