bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative
বিসমিল্লাহির রাহমানির রাহিম

ওসিয়তনামা

আমি [আপনার নাম], সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং স্বজ্ঞানে নিম্নোক্ত বিষয়গুলো আমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও মুসলিম ভাইদের প্রতি ওসিয়ত হিসেবে রেখে যাচ্ছি। আমার মৃত্যুর পর নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করা হবে:

  1. আমার মৃত্যুর সংবাদ মাইকিং করে বা মসজিদের মাইকে প্রচার করা হবে না।
  2. কেউ বিলাপ করে কাঁদবে না, কারণ এটি ইসলামে নিষিদ্ধ।
  3. আমার লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব জানাযা সম্পন্ন করতে হবে।
  4. আমার লাশের সামনে কেউ কুরআন তিলাওয়াত করবে না।
  5. আমার মৃত্যু যত রহস্যজনকই হোক না কেন, পোস্টমর্টেম করা যাবে না।
  6. আমার জানাযার সালাত সালাফি আহলে হাদীসদের পদ্ধতিতে আদায় করতে হবে। জানাযার ইমাম নিম্নোক্ত ক্রমানুসারে নির্বাচন করা হবে:
    • আমার ওসিয়তকৃত ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের কেউ।
    • আমার পিতা (যদি তিনি জীবিত থাকেন)
    • আমার পুত্র (যদি সে যোগ্য হয়)
    • এরপর ক্রমানুযায়ী যোগ্য ব্যক্তি।
  7. আমার জানাযার আগে শুধুমাত্র আমার ঋণের বিষয়ে আলোচনা করা যাবে এবং তা আদায়ের ব্যবস্থা করতে হবে।
  8. জানাযার ময়দানে আমার লাশকে সামনে রেখে কোনো বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না, যত বড় আলেম বা ব্যক্তিত্বই উপস্থিত থাকুন না কেন।
  9. আমার মৃত্যু, গোসল, কাফন, জানাযা ও দাফনের প্রক্রিয়ায় কোনো স্পষ্ট শির্ক বা বিদ‘আত সম্পৃক্ত করা যাবে না। একজন যোগ্য ও সৎ ব্যক্তি এ বিষয়ে তদারকি করবেন।

আমার পরিবারের সদস্য ও মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, উপর্যুক্ত বিষয়গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে আমার এ শেষ ইচ্ছাকে সম্মান জানাবেন।

নাম   : [আপনার নাম]
স্বাক্ষর : ________________
তারিখ : ________________

Share on