ওসিয়তনামা
আমি [আপনার নাম], সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং স্বজ্ঞানে নিম্নোক্ত বিষয়গুলো আমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও মুসলিম ভাইদের প্রতি ওসিয়ত হিসেবে রেখে যাচ্ছি। আমার মৃত্যুর পর নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করা হবে:
- আমার মৃত্যুর সংবাদ মাইকিং করে বা মসজিদের মাইকে প্রচার করা হবে না।
- কেউ বিলাপ করে কাঁদবে না, কারণ এটি ইসলামে নিষিদ্ধ।
- আমার লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব জানাযা সম্পন্ন করতে হবে।
- আমার লাশের সামনে কেউ কুরআন তিলাওয়াত করবে না।
- আমার মৃত্যু যত রহস্যজনকই হোক না কেন, পোস্টমর্টেম করা যাবে না।
- আমার জানাযার সালাত সালাফি আহলে হাদীসদের পদ্ধতিতে আদায় করতে হবে। জানাযার ইমাম নিম্নোক্ত ক্রমানুসারে নির্বাচন করা হবে:
- আমার ওসিয়তকৃত ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের কেউ।
- আমার পিতা (যদি তিনি জীবিত থাকেন)
- আমার পুত্র (যদি সে যোগ্য হয়)
- এরপর ক্রমানুযায়ী যোগ্য ব্যক্তি।
- আমার জানাযার আগে শুধুমাত্র আমার ঋণের বিষয়ে আলোচনা করা যাবে এবং তা আদায়ের ব্যবস্থা করতে হবে।
- জানাযার ময়দানে আমার লাশকে সামনে রেখে কোনো বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না, যত বড় আলেম বা ব্যক্তিত্বই উপস্থিত থাকুন না কেন।
- আমার মৃত্যু, গোসল, কাফন, জানাযা ও দাফনের প্রক্রিয়ায় কোনো স্পষ্ট শির্ক বা বিদ‘আত সম্পৃক্ত করা যাবে না। একজন যোগ্য ও সৎ ব্যক্তি এ বিষয়ে তদারকি করবেন।
আমার পরিবারের সদস্য ও মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, উপর্যুক্ত বিষয়গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে আমার এ শেষ ইচ্ছাকে সম্মান জানাবেন।
নাম : [আপনার নাম]
স্বাক্ষর : ________________
তারিখ : ________________