
যে নারী নয়ন জুড়ায়
আরববিখ্যাত খ্যাতিমান গবেষক শাইখ আবদুল্লাহ ইবন ইউসুফ আল-জুদাঈ। নারীর সুমধুর নারীত্ব, আদর্শ সংসারের স্বামীর প্রতি তার গড়া অনুরাগ ও মমত্ববোধ, তার প্রতি পরিচরিত আবেদনময় প্রেমভাব, স্বামীর প্রতি নিষ্ঠাবান আনুগত্য প্রকাশ, স্বামীর পরিবারের সঙ্গে স্ত্রীর চলন-বলন, স্বামীর সম্পর্কে হতদৃষ্টির বিভ্রান্তি, স্বামীর অনুমতি চিন্তাবহির্ভূত, মাতাপিতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বামীর সন্তুষ্টি জড়নে সদা তৎপরতা, স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকারের সততা—ইত্যাদি বৈশিষ্ট্যগুলোকে কুরআন-হাদিসের আলোকে ফুটিয়ে তুলেছেন।