
সহীহ হাদীসের আলোকে সাওম বিশ্বকোষ
এই গ্রন্থে সহীহ হাদীসের আলোকে সাওম (রোজা) সম্পর্কিত আলোচনা উপস্থাপন করা হয়েছে। পাঠক এতে সাওম, তারাবীহ, ই‘তিকাফ ও সালাতুল ঈদ সম্পর্কে নির্ভরযোগ্য ও প্রামাণ্য হাদীসসমূহ জানতে পারবেন। এখানে কোনো তাফসীরী বা ফিকহী ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সরাসরি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদীসের ভিত্তিতে আমল করার সুযোগ রাখা হয়েছে। এটি ফিকহী অধ্যায়ের ভিত্তিতে সাজানো হয়েছে, যেখানে সহীহ বুখারীকে মূল উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সহীহ মুসলিম ও অন্যান্য সুনান গ্রন্থসমূহ থেকেও বিশুদ্ধ হাদীস সংকলন করা হয়েছে, যা বিষয়ভিত্তিক গবেষণার ক্ষেত্রে পাঠকদের সহায়তা করবে। তবে এটি দাবি করা সঙ্গত নয় যে, এই কিতাবে সাওম সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সহীহ হাদীসই সংকলিত হয়েছে। বরং সহীহ হাদীসসমূহের আলোকে প্রাসঙ্গিক বিষয়গুলো যথাসম্ভব তুলে ধরা হয়েছে।