নবী ﷺ কি নূরের তৈরি? তাঁকে সৃষ্টির কারণেই কি আসমান-জমিন সৃষ্টি করা হয়েছে?
প্রশ্ন: আমি দু’টি কিতাবে পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রথম সৃষ্টি, আল্লাহ তাকে স্বীয় নূর থেকে সৃষ্টি করেছেন, এবং তার কারণে অন্যান্য মখলুক সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে আমার জ্ঞান পরিপক্ব নয়, অতএব আমাকে স্পষ্ট করে বলুন। শোকরান। উত্তর:…
বায়তুল মাকদিসে নবীদের সাথে রাসূলুল্লাহ ﷺ এর সাক্ষাৎ কি সশরীরে হয়েছিল, নাকি রূহানীভাবে?
প্রশ্ন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যখন বায়তুল মাকদিসে নিয়ে যাওয়া হয়, তিনি সেখানে নবীদের ইমামতি করেন। জিজ্ঞাসা হচ্ছে সালাতের জন্য নবীদেরকে কি তাদের কবর থেকে জীবিত করা হয়েছিল? উত্তর: আল-হামদুলিল্লাহ, প্রথমত: সহীহ হাদীস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বায়তুল…