خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَۚ إِنَّ رَبَّكَ فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٠٧
সেখানে তারা স্থায়ী হবে(১) যতদিন আকাশমণ্ডলী ও যমীনে বিদ্যমান থাকবে(২) যদি না আপনার রব অনুরূপ ইচ্ছে করেন(৩); নিশ্চয় আপনার রব তাই করেন যা তিনি ইচ্ছে করেন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া