أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۚ إِنَّنِي لَكُم مِّنۡهُ نَذِيرٞ وَبَشِيرٞ ٢
যে, তোমরা আল্লাহ্ ছাড়া অন্যের ইবাদাত করো না(১), নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা(২)।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া