إِنِّي وَجَدتُّ ٱمۡرَأَةٗ تَمۡلِكُهُمۡ وَأُوتِيَتۡ مِن كُلِّ شَيۡءٖ وَلَهَا عَرۡشٌ عَظِيمٞ ٢٣
‘আমি তো এক নারীকে দেখলাম তাদের উপর রাজত্ব করছে(১)। তাকে দেয়া হয়েছে সকল কিছু হতেই(২) এবং তার আছে এক বিরাট সিংহাসন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া