বাংলা
বাংলা
English
عربي
সব
প্রবন্ধ
ফতোয়া
বই
লেখক
ভিডিও
+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
ডোনেশন
হোম
কুরআন ও তাফসীর
অনুবাদ ও তাফসীর
যেকোনো সূরার আয়াত খুঁজুন
অডিও তিলাওয়াত
হাদীসসমূহ
হাদীসের গ্রন্থসমূহ
হাদীস নম্বর দিয়ে খুঁজুন
শব্দ দিয়ে হাদীস খুঁজুন
গ্রন্থাবলি
প্রবন্ধ
ফতোয়া
ভিডিও
চলমান প্রজেক্ট
আপনার জিজ্ঞাসা
ওসিয়ত
সূরা: [১৯] মারইয়াম |
Maryam
|
سورة مريم
নাযিলের স্থান: মক্কা
আয়াত সংখ্যা: ৯৮
[১৯:৯১] সূরা মারইয়াম, আয়াত নং ৯১
Share on
أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا ٩١
এ জন্য যে, তারা দয়াময়ের প্রতি সন্তান আরপ করে
(১)
।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯২] সূরা মারইয়াম, আয়াত নং ৯২
Share on
وَمَا يَنۢبَغِي لِلرَّحۡمَٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا ٩٢
অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নয়
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৩] সূরা মারইয়াম, আয়াত নং ৯৩
Share on
إِن كُلُّ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ إِلَّآ ءَاتِي ٱلرَّحۡمَٰنِ عَبۡدٗا ٩٣
আসমানসমূহ ও যমীনে এমন কেউ নেই, যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৪] সূরা মারইয়াম, আয়াত নং ৯৪
Share on
لَّقَدۡ أَحۡصَىٰهُمۡ وَعَدَّهُمۡ عَدّٗا ٩٤
তিনি তাদের সংখ্যা জানেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গুণে রেখেছেন
(১)
।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৫] সূরা মারইয়াম, আয়াত নং ৯৫
Share on
وَكُلُّهُمۡ ءَاتِيهِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فَرۡدًا ٩٥
আর কিয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে আসবে একাকি অবস্থায়।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৬] সূরা মারইয়াম, আয়াত নং ৯৬
Share on
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَيَجۡعَلُ لَهُمُ ٱلرَّحۡمَٰنُ وُدّٗا ٩٦
নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকাজ করে দয়াময় অবশ্যই তাদের জন্য সৃষ্টি করেন ভালবাসা
(১)
।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৭] সূরা মারইয়াম, আয়াত নং ৯৭
Share on
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ ٱلۡمُتَّقِينَ وَتُنذِرَ بِهِۦ قَوۡمٗا لُّدّٗا ٩٧
আর আমরা তো আপনার জবানিতে কুরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি তা দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পারেন এবং বিতণ্ডাপ্রিয় সম্প্রদায়কে তা দ্বারা সতর্ক করতে পারেন।
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৯৮] সূরা মারইয়াম, আয়াত নং ৯৮
Share on
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ٩٨
আর তাদের আগে আমরা বহু প্রজন্মকে বিনাশ করেছি! আপনি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করেন অথবা ক্ষীণতম শব্দও শুনতে পান
(১)
— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 10 of 10
«
1
…
8
9
10