bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৩] আল-মুমিনুন | Al-Muminun | سورة المؤمنون

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১১৮
[২৩:৯১] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯১
Share on
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ٩١
আল্লাহ্‌ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে অন্য কোনো ইলাহও নেই; যদি থাকত তবে প্রত্যেক ইলাহ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত(১)। তারা যে গুনে তাকে গুণান্বিত করে তা থেকে আল্লাহ্‌ কত পবিত্র- মহান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯২] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯২
Share on
عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٩٢
তিনি গায়েব ও উপস্থিতের জ্ঞাণী, সুতরাং তারা যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৩] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৩
Share on
قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ ٩٣
বলুন, ‘হে আমার রব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, আপনি যদি তা আমাকে দেখাতে চান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৪] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৪
Share on
رَبِّ فَلَا تَجۡعَلۡنِي فِي ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٩٤
তবে, হে আমার রব! আপনি আমাকে যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৫] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৫
Share on
وَإِنَّا عَلَىٰٓ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمۡ لَقَٰدِرُونَ ٩٥
আর আমরা তাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করছি, আমরা তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৬] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৬
Share on
ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ٱلسَّيِّئَةَۚ نَحۡنُ أَعۡلَمُ بِمَا يَصِفُونَ ٩٦
মন্দের মুকাবিলা করুন যা উত্তম তা দ্বারা; তারা (আমাকে) যে গুণে গুণান্বিত করে আমরা সে সম্বন্ধে সবিশেষ অবগত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৭] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৭
Share on
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنۡ هَمَزَٰتِ ٱلشَّيَٰطِينِ ٩٧
আর বলুন, ‘হে আমার রব! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে(১)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৮] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৮
Share on
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحۡضُرُونِ ٩٨
‘আর হে আমার রব! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিতি থেকে।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯৯] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯৯
Share on
حَتَّىٰٓ إِذَا جَآءَ أَحَدَهُمُ ٱلۡمَوۡتُ قَالَ رَبِّ ٱرۡجِعُونِ ٩٩
অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, ‘হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:১০০] সূরা আল-মুমিনুন, আয়াত নং ১০০
Share on
لَعَلِّيٓ أَعۡمَلُ صَٰلِحٗا فِيمَا تَرَكۡتُۚ كَلَّآۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَاۖ وَمِن وَرَآئِهِم بَرۡزَخٌ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٠٠
‘যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি(১)।’ না, এটা হওয়ার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই(২)। তাদের সামনে বার্‌যাখ(৩) থাকবে উত্থান দিন পর্যন্ত।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 10 of 12