bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৩৮] সাদ | Sad | سورة ص

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৮৮
[৩৮:১১] সূরা সাদ, আয়াত নং ১১
Share on
جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ ١١
এ বাহিনী সেখানে অবশ্যই পরাজিত হবে, পূর্ববতী দলসমূহের মত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১২] সূরা সাদ, আয়াত নং ১২
Share on
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ١٢
এদের আগেও রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, ‘আদ ও কীলকওয়ালা ফিরআউন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৩] সূরা সাদ, আয়াত নং ১৩
Share on
وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡ‍َٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ١٣
সামুদ, লুত সম্প্রদায় ও আইকা'র অধিবাসী; ওরা ছিল এক-একটি বিশাল বাহিনী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৪] সূরা সাদ, আয়াত নং ১৪
Share on
إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ ١٤
তাদের প্রত্যেকেই রাসূলগণের প্ৰতি মিথ্যারোপ করেছিল। ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি ছিল যথার্থ।।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৫] সূরা সাদ, আয়াত নং ১৫
Share on
وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ ١٥
আর এরা তো কেবল অপেক্ষা করছে একটি মাত্র প্রচণ্ড শব্দের, যাতে কোনো বিরাম থাকবে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৬] সূরা সাদ, আয়াত নং ১৬
Share on
وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ ١٦
আর তারা বলে, 'হে আমাদের রব! হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য(১) আমাদেরকে শীঘ্রই দিয়ে দিন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৭] সূরা সাদ, আয়াত নং ১৭
Share on
ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ ١٧
তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমাদের শক্তিশালী বান্দা দাউদের কথা; তিনি ছিলেন খুব বেশী আল্লাহ অভিমুখী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৮] সূরা সাদ, আয়াত নং ১৮
Share on
إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ ١٨
নিশ্চয় আমরা অনুগত করেছিলাম পর্বতমালাকে, যেন এগুলো সকাল- সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:১৯] সূরা সাদ, আয়াত নং ১৯
Share on
وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ ١٩
এবং সমবেত পাখীদেরকেও; সবাই ছিল তার অভিমুখী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৩৮:২০] সূরা সাদ, আয়াত নং ২০
Share on
وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ ٢٠
আর আমরা তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমত ও ফয়সালাকারী বাগ্মিতা(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 9