bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৪৪] আদ-দুখান | Ad-Dukhan | سورة الدخان

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৯
[৪৪:১১] সূরা আদ-দুখান, আয়াত নং ১১
Share on
يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ ١١
তা আবৃত করে ফেলবে লোকদেরকে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১২] সূরা আদ-দুখান, আয়াত নং ১২
Share on
رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ ١٢
(তারা বলবে) ‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন, নিশ্চয় আমরা মুমিন হব।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৩] সূরা আদ-দুখান, আয়াত নং ১৩
Share on
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ١٣
তারা কি করে উপদেশ গ্ৰহণ করবে? অথচ ইতোপূর্বে তাদের কাছে এসেছে স্পষ্ট এক রাসূল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৪] সূরা আদ-দুখান, আয়াত নং ১৪
Share on
ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ١٤
তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, ‘এ এক শিক্ষাপ্রাপ্ত পাগল !’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৫] সূরা আদ-দুখান, আয়াত নং ১৫
Share on
إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ١٥
নিশ্চয় আমরা অল্প সময়ের জন্য শাস্তি রহিত করব --- (কিন্তু) নিশ্চয় তোমরা তোমাদের আগের অবস্থায় ফিরে যাবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৬] সূরা আদ-দুখান, আয়াত নং ১৬
Share on
يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ ١٦
যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয় আমরা হব প্রতিশোধ গ্রহণকারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৭] সূরা আদ-দুখান, আয়াত নং ১৭
Share on
۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ ١٧
আর অবশ্যই এদের আগে আমরা ফির’আউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিলেন এক সম্মানিত রাসূল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৮] সূরা আদ-দুখান, আয়াত নং ১৮
Share on
أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٨
(তিনি ফিরআউনকে বলেছিলেন) ‘আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও(১)। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:১৯] সূরা আদ-দুখান, আয়াত নং ১৯
Share on
وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ١٩
‘আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, নিশ্চয় আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসব।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:২০] সূরা আদ-দুখান, আয়াত নং ২০
Share on
وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ٢٠
‘আর নিশ্চয় আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় প্রার্থনা করছি, যাতে তোমরা আমাকে পাথরের আঘাত হানতে না পার(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 6