bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৪] আল-ক্বামার | Al-Qamar | سورة القمر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৫
[৫৪:১১] সূরা আল-ক্বামার, আয়াত নং ১১
Share on
فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ ١١
ফলে আমরা উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বারসমূহ প্রবল বর্ষণশীল বারিধারার মাধ্যমে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১২] সূরা আল-ক্বামার, আয়াত নং ১২
Share on
وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ ١٢
এবং মাটি থেকে উৎসারিত করলাম ঝর্ণাসমূহ; ফলে সমস্ত পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৩] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৩
Share on
وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ ١٣
আর নূহকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরেগ নির্মিত এক নৌযানে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৪] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৪
Share on
تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ ١٤
যা চলত আমাদের চোখের সামনে; এটা পুরস্কার তাঁর জন্য, যার সাথে কুফরী করা হয়েছিল।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৫] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৫
Share on
وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٥
আর অবশ্যই আমরা এটাকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে(১); অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৬] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৬
Share on
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ١٦
সুতরাং কী কঠোর ছিল আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৭] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৭
Share on
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ١٧
আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য(১), এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৮] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৮
Share on
كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ١٨
‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:১৯] সূরা আল-ক্বামার, আয়াত নং ১৯
Share on
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ ١٩
নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচন্ড শীতল ঝড়োহাওয়া নিরবচ্ছিন্ন অমঙ্গল দিনে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:২০] সূরা আল-ক্বামার, আয়াত নং ২০
Share on
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ ٢٠
তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কান্ড।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 2 of 6