bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৩] আন-নাজম | An-Najm | سورة النجم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬২
[৫৩:২১] সূরা আন-নাজম, আয়াত নং ২১
Share on
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ ٢١
তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২২] সূরা আন-নাজম, আয়াত নং ২২
Share on
تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ ٢٢
এ রকম বন্টন তো অসঙ্গত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৩] সূরা আন-নাজম, আয়াত নং ২৩
Share on
إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ ٢٣
এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্‌ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৪] সূরা আন-নাজম, আয়াত নং ২৪
Share on
أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ٢٤
মানুষ যা চায় তাই কি সে পায়— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৫] সূরা আন-নাজম, আয়াত নং ২৫
Share on
فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ ٢٥
বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্‌রই— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৬] সূরা আন-নাজম, আয়াত নং ২৬
Share on
۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡ‍ًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ ٢٦
আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৭] সূরা আন-নাজম, আয়াত নং ২৭
Share on
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ ٢٧
নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৮] সূরা আন-নাজম, আয়াত নং ২৮
Share on
وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡ‍ٔٗا ٢٨
অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:২৯] সূরা আন-নাজম, আয়াত নং ২৯
Share on
فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٢٩
অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ(১) থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৩০] সূরা আন-নাজম, আয়াত নং ৩০
Share on
ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ ٣٠
এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 3 of 7