bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৩] আল-মুমিনুন | Al-Muminun | سورة المؤمنون

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১১৮
[২৩:৪১] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪১
Share on
فَأَخَذَتۡهُمُ ٱلصَّيۡحَةُ بِٱلۡحَقِّ فَجَعَلۡنَٰهُمۡ غُثَآءٗۚ فَبُعۡدٗا لِّلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٤١
তারপর এক বিরাট আওয়াজ সত্য-ন্যায়ের সাথে(১) তাদেরকে পাকড়াও করল, ফলে আমরা তাদেরকে তরঙ্গ-তাড়িত আবর্জনার মত(২) করে দিলাম। কাজেই যালেম সম্প্রদায়ের জন্য রইল ধ্বংস।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪২] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪২
Share on
ثُمَّ أَنشَأۡنَا مِنۢ بَعۡدِهِمۡ قُرُونًا ءَاخَرِينَ ٤٢
তারপর তাদের পরে আমরা বহু প্রজন্ম সৃষ্টি করেছি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৩] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৩
Share on
مَا تَسۡبِقُ مِنۡ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسۡتَ‍ٔۡخِرُونَ ٤٣
কোনো জাতিই তার নির্ধারিত কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিতও করতে পারে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৪] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৪
Share on
ثُمَّ أَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَاۖ كُلَّ مَا جَآءَ أُمَّةٗ رَّسُولُهَا كَذَّبُوهُۖ فَأَتۡبَعۡنَا بَعۡضَهُم بَعۡضٗا وَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَۚ فَبُعۡدٗا لِّقَوۡمٖ لَّا يُؤۡمِنُونَ ٤٤
এরপর আমরা একের পর এক আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি। যখনই কোনো জাতির কাছে তার রাসূল এসেছেন তখনই তারা তার প্রতি মিথ্যারোপ করেছে। অতঃপর আমরা তাদের একের পর এককে ধ্বংস করে তাদেরকে কাহিনীর বিষয় করে দিয়েছি। কাজেই যারা ঈমান আনে না সে সমস্ত সম্প্রদায়ের জন্য ধ্বংসই রইল— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৫] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৫
Share on
ثُمَّ أَرۡسَلۡنَا مُوسَىٰ وَأَخَاهُ هَٰرُونَ بِ‍َٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ ٤٥
তারপর আমরা আমাদের নিদর্শনসমূহ এবং সুস্পষ্ট প্রমাণসহ মূসা ও তার ভাই হারূনকে পাঠালাম(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৬] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৬
Share on
إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمًا عَالِينَ ٤٦
ফির‘আউন ও তার পরিষদবর্গের কাছে। কিন্তু তারা অহংকার করল; আর তারা ছিল উদ্ধত সম্প্রদায়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৭] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৭
Share on
فَقَالُوٓاْ أَنُؤۡمِنُ لِبَشَرَيۡنِ مِثۡلِنَا وَقَوۡمُهُمَا لَنَا عَٰبِدُونَ ٤٧
অতঃপর তারা বলল, ‘আমরা কি এমন দু’ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মত, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী(১)?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৮] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৮
Share on
فَكَذَّبُوهُمَا فَكَانُواْ مِنَ ٱلۡمُهۡلَكِينَ ٤٨
সুতরাং তারা তাদের উভয়ের প্রতি মিথ্যারোপ করল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৪৯] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৪৯
Share on
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ ٤٩
আর আমরা তো মূসাকে দিয়েছিলাম কিতাব; যাতে তারা হেদায়েত পায়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৫০] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৫০
Share on
وَجَعَلۡنَا ٱبۡنَ مَرۡيَمَ وَأُمَّهُۥٓ ءَايَةٗ وَءَاوَيۡنَٰهُمَآ إِلَىٰ رَبۡوَةٖ ذَاتِ قَرَارٖ وَمَعِينٖ ٥٠
আর আমরা মারইয়াম-পুত্র ও তার জননীকে করেছিলাম এক নিদর্শন এবং তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক অবস্থানযোগ্য ও প্রস্রবণবিশিষ্ট উচ্চ ভূমিতে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 12