bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৪] আল-ক্বামার | Al-Qamar | سورة القمر

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৫
[৫৪:৪১] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪১
Share on
وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ ٤١
আর অবশ্যই ফির’আউন সম্প্রদায়ের কাছে এসেছিল সতর্ককারী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪২] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪২
Share on
كَذَّبُواْ بِ‍َٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ ٤٢
তারা আমাদের সব নিদর্শনে মিথ্যারোপ করল, সুতরাং আমরা মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমানরূপে তাদেরকে পাকড়াও করলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৩] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৩
Share on
أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ ٤٣
তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে ভাল? না কি তোমাদের অব্যাহতির কোনো সনদ রয়েছে পূর্ববতী কিতাবে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৪] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৪
Share on
أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ ٤٤
নাকি তারা বলে, ‘আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল? ’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৫] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৫
Share on
سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ ٤٥
এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৬] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৬
Share on
بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ ٤٦
বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়। আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্তকর(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৭] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৭
Share on
إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ ٤٧
নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তিতে রয়েছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৮] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৮
Share on
يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ ٤٨
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে; সেদিন বলা হবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৪৯] সূরা আল-ক্বামার, আয়াত নং ৪৯
Share on
إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ٤٩
নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৪:৫০] সূরা আল-ক্বামার, আয়াত নং ৫০
Share on
وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۢ بِٱلۡبَصَرِ ٥٠
আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 5 of 6