bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৯] মারইয়াম | Maryam | سورة مريم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৮
[১৯:৫১] সূরা মারইয়াম, আয়াত নং ৫১
Share on
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ مُوسَىٰٓۚ إِنَّهُۥ كَانَ مُخۡلَصٗا وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ٥١
আর স্মরণ করুন এ কিতাবে মূসাকে, তিনি ছিলেন বিশেষ মনোনীত(১) এবং তিনি ছিলেন রাসুল, নবী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫২] সূরা মারইয়াম, আয়াত নং ৫২
Share on
وَنَٰدَيۡنَٰهُ مِن جَانِبِ ٱلطُّورِ ٱلۡأَيۡمَنِ وَقَرَّبۡنَٰهُ نَجِيّٗا ٥٢
আর তাকে আমরা ডেকেছিলাম তূর পর্বতের ডান দিক থেকে(১) এবং আমরা অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছিলাম।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৩] সূরা মারইয়াম, আয়াত নং ৫৩
Share on
وَوَهَبۡنَا لَهُۥ مِن رَّحۡمَتِنَآ أَخَاهُ هَٰرُونَ نَبِيّٗا ٥٣
আর আমরা নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারুনকে নবীরূপে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৪] সূরা মারইয়াম, আয়াত নং ৫৪
Share on
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِسۡمَٰعِيلَۚ إِنَّهُۥ كَانَ صَادِقَ ٱلۡوَعۡدِ وَكَانَ رَسُولٗا نَّبِيّٗا ٥٤
আর স্মরণ করুন এ কিতাবে ইসমাঈলকে, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী(১) এবং তিনি ছিলেন রাসুল, নবী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৫] সূরা মারইয়াম, আয়াত নং ৫৫
Share on
وَكَانَ يَأۡمُرُ أَهۡلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرۡضِيّٗا ٥٥
তিনি তার পরিজনবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন(১) এবং তিনি ছিলেন তার রবের সন্তোষভাজন।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৬] সূরা মারইয়াম, আয়াত নং ৫৬
Share on
وَٱذۡكُرۡ فِي ٱلۡكِتَٰبِ إِدۡرِيسَۚ إِنَّهُۥ كَانَ صِدِّيقٗا نَّبِيّٗا ٥٦
আর স্মরণ করুন এ কিতাবে ইদরীসকে, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৭] সূরা মারইয়াম, আয়াত নং ৫৭
Share on
وَرَفَعۡنَٰهُ مَكَانًا عَلِيًّا ٥٧
আর আমরা তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৮] সূরা মারইয়াম, আয়াত নং ৫৮
Share on
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِم مِّنَ ٱلنَّبِيِّ‍ۧنَ مِن ذُرِّيَّةِ ءَادَمَ وَمِمَّنۡ حَمَلۡنَا مَعَ نُوحٖ وَمِن ذُرِّيَّةِ إِبۡرَٰهِيمَ وَإِسۡرَٰٓءِيلَ وَمِمَّنۡ هَدَيۡنَا وَٱجۡتَبَيۡنَآۚ إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُ ٱلرَّحۡمَٰنِ خَرُّواْۤ سُجَّدٗاۤ وَبُكِيّٗا۩ ٥٨
এরাই তারা, নবীদের মধ্যে আল্লাহ্ যাদেরকে অনুগ্রহ করেছেন, আদমের বংশ থেকে এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইবরাহীম ও ইসরাঈলের বংশোদ্ভূত, আর যাদেরকে আমরা হেদায়াত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম; তাদের কাছে দয়াময়ের আয়াত তিলাওয়াত করা হলে তারা লুটিয়ে পড়ত সাজদায়(১) এবং কান্নায়(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৫৯] সূরা মারইয়াম, আয়াত নং ৫৯
Share on
۞فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُواْ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُواْ ٱلشَّهَوَٰتِۖ فَسَوۡفَ يَلۡقَوۡنَ غَيًّا ٥٩
তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরিরা(১), তারা সালাত নষ্ট করল(২) এবং কু-প্রবৃত্তির(৩) অনুবর্তী হল। কাজেই অচিরেই তার ক্ষতিগ্রস্ততার(৪) সম্মুখীন হবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬০] সূরা মারইয়াম, আয়াত নং ৬০
Share on
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡ‍ٔٗا ٦٠
কিন্তু তারা নয়--- যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎকাজ করেছে। তারা তো জান্নাতে প্রবেশ করবে। আর তাদের প্রতি কোনো যুলুম হবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 6 of 10