bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৪৪] আদ-দুখান | Ad-Dukhan | سورة الدخان

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৫৯
[৪৪:৫১] সূরা আদ-দুখান, আয়াত নং ৫১
Share on
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ٥١
নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫২] সূরা আদ-দুখান, আয়াত নং ৫২
Share on
فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ٥٢
উদ্যান ও ঝর্ণার মাঝে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৩] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৩
Share on
يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ٥٣
তারা পরবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৪] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৪
Share on
كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ٥٤
এরূপই ঘটবে; আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হূরদের সাথে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৫] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৫
Share on
يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ٥٥
সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৬] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৬
Share on
لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ٥٦
প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না(১)। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৭] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৭
Share on
فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٥٧
আপনার রবের অনুগ্রহস্বরূপ(১)। এটাই তো মহাসাফল্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৮] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৮
Share on
فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٥٨
অতঃপর নিশ্চয় আমরা আপনার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্ৰহণ করে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৪৪:৫৯] সূরা আদ-দুখান, আয়াত নং ৫৯
Share on
فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ٥٩
কাজেই আপনি প্রতীক্ষা করুন, নিশ্চয় তারা প্ৰতীক্ষমাণ।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 6 of 6