bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [৫৩] আন-নাজম | An-Najm | سورة النجم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৬২
[৫৩:৫১] সূরা আন-নাজম, আয়াত নং ৫১
Share on
وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ ٥١
এবং সামূদ সম্প্রদায়কেও(১); অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫২] সূরা আন-নাজম, আয়াত নং ৫২
Share on
وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ ٥٢
আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৩] সূরা আন-নাজম, আয়াত নং ৫৩
Share on
وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ٥٣
আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৪] সূরা আন-নাজম, আয়াত নং ৫৪
Share on
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٤
অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৫] সূরা আন-নাজম, আয়াত নং ৫৫
Share on
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ ٥٥
সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্‌ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৬] সূরা আন-নাজম, আয়াত নং ৫৬
Share on
هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ٥٦
এ নবীও(১) অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৭] সূরা আন-নাজম, আয়াত নং ৫৭
Share on
أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ ٥٧
কিয়ামত আসন্ন(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৮] সূরা আন-নাজম, আয়াত নং ৫৮
Share on
لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ ٥٨
আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৫৯] সূরা আন-নাজম, আয়াত নং ৫৯
Share on
أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩
তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[৫৩:৬০] সূরা আন-নাজম, আয়াত নং ৬০
Share on
وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠
আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 6 of 7