bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [১৯] মারইয়াম | Maryam | سورة مريم

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ৯৮
[১৯:৬১] সূরা মারইয়াম, আয়াত নং ৬১
Share on
جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدَ ٱلرَّحۡمَٰنُ عِبَادَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّهُۥ كَانَ وَعۡدُهُۥ مَأۡتِيّٗا ٦١
এত স্থায়ী জান্নাত, যে গায়েবী প্রতিশ্রতি দয়াময় তাঁর বান্দাদেরকে দিয়েছেন(১)। নিশ্চয় তাঁর প্রতিশ্রুত বিষয় আসবেই।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬২] সূরা মারইয়াম, আয়াত নং ৬২
Share on
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا ٦٢
সেখানে তারা ‘সালাম’ তথা শান্তি ছাড়া অন্য কোনো অসার বাক্য শুনবে না(১) এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে তাদের রিযিক(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৩] সূরা মারইয়াম, আয়াত নং ৬৩
Share on
تِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِي نُورِثُ مِنۡ عِبَادِنَا مَن كَانَ تَقِيّٗا ٦٣
এ সে জান্নাত, যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৪] সূরা মারইয়াম, আয়াত নং ৬৪
Share on
وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمۡرِ رَبِّكَۖ لَهُۥ مَا بَيۡنَ أَيۡدِينَا وَمَا خَلۡفَنَا وَمَا بَيۡنَ ذَٰلِكَۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيّٗا ٦٤
‘আর আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না(১); যা আমাদের সামনে ও পিছনে আছে ও যা এ দু’য়ের অন্তর্বর্তী তা তাঁরই। আর আপনার রব বিস্মৃত হন না(২)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৫] সূরা মারইয়াম, আয়াত নং ৬৫
Share on
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِيّٗا ٦٥
তিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে, সে সবের রব। কাজেই তাঁরই ইবাদাত করুন এবং তাঁর ইবাদাতে ধৈর্যশীল থাকুন(১)। আপনি কি তাঁর সমনামগুণসম্পন্ন কাউকেও জানেন(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৬] সূরা মারইয়াম, আয়াত নং ৬৬
Share on
وَيَقُولُ ٱلۡإِنسَٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوۡفَ أُخۡرَجُ حَيًّا ٦٦
আর মানুষ বলে, ‘আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৭] সূরা মারইয়াম, আয়াত নং ৬৭
Share on
أَوَ لَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡ‍ٔٗا ٦٧
মানুষ কি স্মরণ করে না যে, আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৮] সূরা মারইয়াম, আয়াত নং ৬৮
Share on
فَوَرَبِّكَ لَنَحۡشُرَنَّهُمۡ وَٱلشَّيَٰطِينَ ثُمَّ لَنُحۡضِرَنَّهُمۡ حَوۡلَ جَهَنَّمَ جِثِيّٗا ٦٨
কাজেই শপথ আপনার রবের! আমরা তো তাদেরকে ও শয়তানদেরকে একত্রে সমবেত করবই(১) তারপর আমরা নতজানু অবস্থায় জাহান্নামের চারদিকে তাদেরকে উপস্থিত করবই(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৬৯] সূরা মারইয়াম, আয়াত নং ৬৯
Share on
ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمۡ أَشَدُّ عَلَى ٱلرَّحۡمَٰنِ عِتِيّٗا ٦٩
তারপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের সর্বাধিক অবাধ্য আমরা তাকে টেনে বের করবই(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[১৯:৭০] সূরা মারইয়াম, আয়াত নং ৭০
Share on
ثُمَّ لَنَحۡنُ أَعۡلَمُ بِٱلَّذِينَ هُمۡ أَوۡلَىٰ بِهَا صِلِيّٗا ٧٠
তারপর আমরা তো তাদের মধ্যে জাহান্নামে দগ্ধ হওয়ার যারা সবচেয়ে বেশি যোগ্য তাদের বিষয় ভাল জানি।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 10