bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৩] আল-মুমিনুন | Al-Muminun | سورة المؤمنون

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১১৮
[২৩:৬১] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬১
Share on
أُوْلَٰٓئِكَ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَهُمۡ لَهَا سَٰبِقُونَ ٦١
তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬২] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬২
Share on
وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ٦٢
আর আমরা কাউকেও তার সাধ্যের বেশী দায়িত্ব দেই না। আর আমাদের কাছে আছে এমন এক কিতাব(১) যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি যুলুম করা হবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৩] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৩
Share on
بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ ٦٣
বরং এ বিষয় তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন, এছাড়াও তাদের আরো কাজ আছে যা তারা করছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৪] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৪
Share on
حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡ‍َٔرُونَ ٦٤
শেষ পর্যন্ত যখন আমরা তাদের বিলাসী(১) ব্যক্তিদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করি তখনই তারা আর্তনাদ করে উঠে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৫] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৫
Share on
لَا تَجۡ‍َٔرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ ٦٥
তাদেরকে বলা হবে, ‘আজ আর্তনাদ করো না, তোমাদেরকে তো আমাদের পক্ষ থেকে সাহায্য করা হবে না।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৬] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৬
Share on
قَدۡ كَانَتۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ تَنكِصُونَ ٦٦
আমার আয়াত তো তোমাদের কাছে তিলাওয়াত করা হত(১), কিন্তু তোমরা উল্টো পায়ে পিছনে সরে পড়তে— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৭] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৭
Share on
مُسۡتَكۡبِرِينَ بِهِۦ سَٰمِرٗا تَهۡجُرُونَ ٦٧
দম্ভভরে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজবে(১) রাত মাতিয়ে(২) তোমরা খারাপ কথা বলতে।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৮] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৮
Share on
أَفَلَمۡ يَدَّبَّرُواْ ٱلۡقَوۡلَ أَمۡ جَآءَهُم مَّا لَمۡ يَأۡتِ ءَابَآءَهُمُ ٱلۡأَوَّلِينَ ٦٨
তবে কি তারা এ বাণীতে চিন্তা-গবেষণা করেনি(১)? নাকি এ জন্যে যে, তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৬৯] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৬৯
Share on
أَمۡ لَمۡ يَعۡرِفُواْ رَسُولَهُمۡ فَهُمۡ لَهُۥ مُنكِرُونَ ٦٩
নাকি তারা তাদের রাসূলকে চিনে না বলে তাকে অস্বীকার করছে(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৭০] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৭০
Share on
أَمۡ يَقُولُونَ بِهِۦ جِنَّةُۢۚ بَلۡ جَآءَهُم بِٱلۡحَقِّ وَأَكۡثَرُهُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ ٧٠
নাকি তারা বলে যে, তিনি উন্মাদনাগ্রস্ত?(১) না, তিনি তাদের কাছে সত্য এনেছেন, আর তাদের অধিকাংশই সত্যকে অপছন্দকারী(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 7 of 12