আর আমরা কাউকেও তার সাধ্যের বেশী দায়িত্ব দেই না। আর আমাদের কাছে আছে এমন এক কিতাব(১) যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি যুলুম করা হবে না।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
তবে কি তারা এ বাণীতে চিন্তা-গবেষণা করেনি(১)? নাকি এ জন্যে যে, তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি(২)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া