bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

সূরা: [২৩] আল-মুমিনুন | Al-Muminun | سورة المؤمنون

নাযিলের স্থান: মক্কা আয়াত সংখ্যা: ১১৮
[২৩:৮১] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮১
Share on
بَلۡ قَالُواْ مِثۡلَ مَا قَالَ ٱلۡأَوَّلُونَ ٨١
বরং তারা বলে, যেমন বলেছিল পূর্ববর্তীরা।— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮২] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮২
Share on
قَالُوٓاْ أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٨٢
তারা বলে, ‘আমাদের মৃত্যু ঘটলে এবং আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা পুনরুত্থিত হব— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৩] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৩
Share on
لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَءَابَآؤُنَا هَٰذَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٨٣
আমাদেরকে তো এ বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছুই নয়।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৪] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৪
Share on
قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِيهَآ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٨٤
বলুন, ‘যমীনে এবং এতে যা কিছু আছে এগুলো(র মালিকানা) কার? যদি তোমরা জান (তবে বল)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৫] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৫
Share on
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ ٨٥
অবশ্যই তারা বলবে, ‘আল্লাহ্‌র।’ বলুন, ‘তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৬] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৬
Share on
قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ٨٦
বলুন, ‘সাত আসমান ও মহা-‘আরশের রব কে?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৭] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৭
Share on
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ ٨٧
অবশ্যই তারা বলবে, ‘আল্লাহ্‌।’ বলুন, ‘তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৮] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৮
Share on
قُلۡ مَنۢ بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٨٨
বলুন, ‘কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব? যিনি আশ্রয় প্রদান করেন অথচ তাঁর বিপক্ষে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না(১), যদি তোমরা জান (তবে বল)।’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৮৯] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৮৯
Share on
سَيَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ ٨٩
অবশ্যই তারা বলবে, ‘আল্লাহ্‌।’ বলুন, ‘তাহলে কোথা থেকে তোমরা জাদুকৃত হচ্ছো?’— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
[২৩:৯০] সূরা আল-মুমিনুন, আয়াত নং ৯০
Share on
بَلۡ أَتَيۡنَٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ٩٠
বরং আমরা তো তাদের কাছে হক নিয়ে এসেছি; আর নিশ্চয় তারা মিথ্যাবাদী(১)— ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Page 9 of 12