
আল্লাহর পথে দাওয়াত
আল্লাহর পথে দাওয়াত—এটি এমন এক মহৎ কর্ম, যা সকল আমলের শীর্ষে স্থান পায়। কারণ, এটি নবী-রাসূলদের মূল দায়িত্ব ও কর্তব্য ছিল। আর তাঁরাই ছিলেন মানবজাতির মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সে এক মহান কাজের উত্তরাধিকার বহন করে চলছে।
দাওয়াতের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে, রাসূলের শিক্ষা সম্পর্কে জানতে পারে, এবং হিদায়াতের আলোতে আলোকিত হয়। এই কর্ম শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি এক ইলাহি প্রশংসিত আমল। কুরআনে কারীমে আল্লাহ তা‘আলা বলেন,
“আর সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎকাজ করে এবং ঘোষণা দেয়, ‘নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?” [সূরা ফুসসিলাত: ৩৩]
এই পুস্তকে দাওয়াতি ময়দানে কার্যকর কিছু মৌলিক ও মূল্যবান আলোচনা উপস্থাপন করা হয়েছে। আশা করা যায়, আলোচিত বিষয়বস্তু পাঠকের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং আল্লাহর পথে আহ্বানের চেতনাকে জাগ্রত করবে।