গম্বুজ ও মাজার নির্মাণ হারাম হওয়ার প্রমাণে ৭টি সহীহ হাদীস
প্রথম হাদীস: গম্বুজ নির্মাণকারীরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি: আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা বলেন, أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ…
রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র সরল পথ—বাকি সব ভ্রষ্টতা
কোনো পথ নেই, একাধিক পথও নেই—শুধুমাত্র রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র পথ। রাসূলুল্লাহ ﷺ এর ওপর যা নাযিল হয়েছে, কেবল সেটিই ইসলাম। আর এর বাইরে যা কিছু আছে, তা ভ্রষ্টতা। তাই প্রতিটি মুসলিমের কর্তব্য হলো—তার আকীদা ও আমল যেন আল্লাহর…
আহলুস সুন্নাহ কারা?
শাব্দিক অর্থে ‘আহলুস সুন্নাহ’ কথাটি দুটি শব্দ দিয়ে ঘটিত। ‘আহল’ মানে পরিবার বা ধারক-বাহক। আর ‘সুন্নাহ’ এর দ্বারা আভিধানিকভাবে উদ্দেশ্য আদর্শ, পথ, বর্ণনা। আর পারিভাষিক অর্থে, আকীদা ও মানহাজে যারা রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কিরামের আদর্শ অনুসরণ করে…
সংক্ষেপে তাওহীদ পরিচিতি
তাওহীদের তিনটি অংশ (১) তাওহীদুর রুবুবিয়্যাহ্, (২) তাওহীদুল আসমা ওয়াস-সিফাত ও (৩) তাওহীদুল উলূহিয়্যাহ্। এ তিনটি অংশ কারো কাছে পাওয়া না গেলে সে ঈমানদার হবে না। ১. তাওহীদুর রুবুবিয়্যাহ্: আল্লাহ্কে এককভাবে সৃষ্টিতে, রিজিক দানে, জীবনের দান ও মৃত্যুতে, সমস্ত কর্মকাণ্ড…
বিদ‘আতের সংজ্ঞা ও প্রকারভেদ
বিদ‘আতের পরিচয় শাব্দিক: বিদ‘আত শব্দের অর্থ হচ্ছে, নতুনত্ব আনয়ন করা। পারিভাষিক: শরিয়তের পরিভাষায় বিদ‘আত হচ্ছে “দ্বীনের মধ্যে এমন কোনও করা যা শরীআত প্রবর্তনের সাথে সাদৃশ্য রাখে।” বিদ‘আত দুই প্রকার অভ্যাস-সংক্রান্ত নতুনত্ব বা বিদ‘আত। যেমন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করা। এটি জায়েয, কারণ…
তালাক, খোলা এবং ফসখ-এর মধ্যে পার্থক্য
তালাক (الطلاق) তালাক হলো স্বামীর নির্দিষ্ট কিছু বলা বা তার সমতুল্য এমন কিছু যার মাধ্যমে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়, স্ত্রী রাজি হোক বা না হোক। খোলা (الخلع) খোলা হলো স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, যেখানে স্ত্রী মুক্তির জন্য কিছু দিয়ে থাকে (মহর…
শপথে ক্ষতি বা কষ্ট জড়িত থাকলে কাফফারা দেওয়াই উত্তম
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «وَاللهِ لَأَنْ يَلَجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ فِي أَهْلِهِ، آثَمُ لَهُ عِنْدَ اللهِ مِنْ أَنْ يُعْطِيَ كَفَّارَتَهُ الَّتِي فَرَضَ اللهُ» “আল্লাহর শপথ! তোমাদের কেউ যদি শপথ করে নিজের পরিবারে (অর্থাৎ স্ত্রী-সন্তানদের ব্যাপারে) অটল থাকে, তবে তা আল্লাহর কাছে তার…
রাফেযী সম্প্রদায়: তাদের উদ্ভব ও নামকরণের কারণ
রাফেযী ফির্কার উদ্ভব হয় যখন ইয়েমেনের এক ইয়াহূদী ব্যক্তি আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম দাবি করে প্রকাশ্যে আসে। সে আহলুল বাইতের প্রতি ভালোবাসার ভান করেছিল এবং আলী রাদ্বিয়াল্লাহু ‘আনহু সম্পর্কে বাড়াবাড়ি করে, তার জন্য খেলাফতের ওসিয়ত (অধিকার) দাবি করে, এমনকি তাকে…
তাসাওউফ ও সুফীদের ব্যাপারে চার মাযহাবের ইমামদের অবস্থান
১- ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর যুগে ‘সুফীবাদের’ বিদ‘আত প্রকাশিত হয়নি; বরং তাঁর যুগে ছিল ‘যুহদ’-এর লোকেরা, যারা কিতাব ও সুন্নায় অটল ছিলেন। যে কথা বলা হয়, আবু হানিফা চল্লিশ বছর এশার ওযু দিয়ে ফজরের সালাত পড়েছেন, কিংবা তিনি এক…
একটি হাদীসে কুদসী ও তার ব্যাখ্যা
عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الأَعْمَشُ سَمِعْتُ أَبَا صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ…
মসজিদে কুবা: ইসলামের প্রথম মসজিদ
ভূমিকা ইসলামের ইতিহাসে যে মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে, সেটি হলো মসজিদে কুবা। প্রিয়নবী মুহাম্মাদ ﷺ মক্কা থেকে মদীনায় হিজরত করার পথে কুবা অঞ্চলে এসে কয়েকদিন অবস্থান করেন এবং সেখানেই তিনি এই বরকতময় মসজিদ নির্মাণ করেন। তাই এটি ইসলামের ইতিহাসে এক…
সফর মাস ও আখেরী চাহার শোম্বা বিষয়ক বিদ‘আত
সফর মাসকে কেন্দ্র করে অনেক মিথ্যা ও ভিত্তিহীন কথা মুসলিম সমাজে প্রচলিত হয়েছে। এমনকি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও এই মাসের ফযীলতের কথা লেখা হয়। এগুলোকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত: সফর মাসের ‘অশুভত্ব’ ও ‘বালা-মুসীবত’ বিষয়ক, দ্বিতীয়ত: সফর মাসের…