
মুহাররম ও আশুরার ফযীলত
মুহাররম ও আশুরার ফযীলত” একটি প্রামাণ্য ও তথ্যবহুল গ্রন্থ, যাতে ইসলামী ক্যালেন্ডারের অন্যতম মর্যাদাপূর্ণ মাস মুহাররম এবং বিশেষ দিন আশুরার ফযীলত, গুরুত্ব ও বিধানসমূহ আলোচনা করা হয়েছে কুরআন ও সহীহ হাদীসের আলোকে। বইটিতে মুহাররম মাসে নফল সিয়ামের ফযীলত, আশুরার ঐতিহাসিক পটভূমি, আশুরার সিয়াম পালনের নিয়ম ও গুরুত্ব, রমাদ্বানের পর সর্বোত্তম সাওম হিসেবে আশুরার মর্যাদা এবং আশুরা সংক্রান্ত প্রচলিত বিদ‘আতসমূহ অত্যন্ত সুচিন্তিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকারী গ্রন্থ, যা তাদের ইবাদত ও আকীদা বিশুদ্ধ করতে সহায়ক হবে ইনশাআল্লাহ।