bn বাংলা
বাংলা বাংলা
English English
عربي عربي


+8801575-547999
সকাল ৯টা হতে রাত ১০টা
Community Welfare Initiative

প্রবন্ধসমূহ

কুরআন তিলাওয়াত করার নিয়ত

কুরআনুল কারিম তিলাওয়াত করার জন্য কোনো নিয়তের প্রয়োজন হয় না, যেভাবে তিলাওয়াত করা হোক ইবাদাত হিসেবে সংগঠিত হয়; যদি তিলাওয়াতের পশ্চাতে রিয়া তথা প্রদর্শনেচ্ছা ও উজব বা অহংকার না থাকে। রিয়া কখনো আমলের সাওয়াব বিনষ্ট করে, কখনো সাওয়াবের পথে প্রতিবন্ধক…

আল-কুরআনের হক

কুরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য এক অফুরন্ত নিয়ামাত। আল্লাহ তা‘আলার বড়ই মেহেরবানী যে, তিনি আমাদের উপর কুরআন অবতীর্ণ করেছেন। কুরআনে বলা হয়েছে, ﴿ٱلرَّحۡمَٰنُ ١ عَلَّمَ ٱلۡقُرۡءَانَ ٢﴾ [الرحمن: ١، ٢] ‘‘বড়ই মেহেরবান তিনি (আল্লাহ) কুরআন শিক্ষা দিয়েছেন।’’[১] কুরআন এমন একটি…

আল-কুরআনে বর্ণিত আল্লাহর ‘ইরাদা’ (ইচ্ছা) দুই প্রকার

ইবন তাইমিয়‍্যাহ রাহিমাহুল্লাহ বলেন, কুরআনে কারীমে বর্ণিত (আল্লাহর) ‘ইরাদা’ (ইচ্ছা) দুই প্রকার: প্রথমত: ইরাদা কাওনিয়্যা (الإرادة الكونية) — অর্থাৎ সেই ইচ্ছা, যা বাস্তবে সংঘটিত হবেই। একে বলা হয়: “আল্লাহ যা চান তাই ঘটে, আর তিনি যা চান না তা ঘটে না।”…

একটি আয়াত যা কুরআনে চারটি স্থানে পুনরাবৃত্ত হয়েছে

আল্লাহ তা‘আলার বাণী: ﴿رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ‎﴾ “আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট, এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট।” এই আয়াতটি চারটি সূরায় এসেছে: • সূরা মায়িদাহ: আয়াত ১১৯ • সূরা তাওবা: আয়াত ১০০ • সূরা মুজাদালা: আয়াত ২২ • সূরা বাইয়্যিনাহ:…