আব্দুল্লাহ আল-কাসিমি: এক আলেম থেকে নাস্তিক—পতনের কারণ ও শিক্ষা
দুনিয়ার জীবনে একজন মানুষ বহুমুখী ফিতনার সম্মুখীন হয়, তন্মধ্যে একটি হচ্ছে, ইলমী ফিতনা। ইলমের ফিতনার অনেকগুলো দিক আছে। যার একটি হচ্ছে, ভাইরাল হওয়ার প্রবণতা বা প্রসিদ্ধ হওয়ার চিন্তা। ইতিহাসে অনেকেই এ ফিতনায় পড়েছে। - কেউ ইলম অর্জন পূর্ণ না করেই…
গম্বুজ ও মাজার নির্মাণ হারাম হওয়ার প্রমাণে ৭টি সহীহ হাদীস
প্রথম হাদীস: গম্বুজ নির্মাণকারীরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি: আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা বলেন, أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ…