ধূমপানের বিপদ ও তার প্রতিকার
ধূমপান সমগ্র বিশ্বের জন্য একটি মহাবিপদ। তাই আজ গোটা বিশ্ব জুড়ে ধূমপানের বিরুদ্ধে আন্দোলন চলছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ধূমপানের শিকার হয়ে দিনের পর দিন সুন্দর স্বাস্থ্যকে ধ্বংস করে দিচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা পুড়িয়ে ছাই করে ফেলছে।…
দুনিয়াতে মদ পানকারীর আখিরাতে কী পরিণতি হবে?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, «مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ.» “যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে, অতঃপর সে যদি এর থেকে তওবা না করে, তবে তাকে আখিরাতে তা হারাম করা হবে।”[১] প্রশ্ন হলো, যদি কেউ…