কীভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব?
মুমিন মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা ঈমানের এক অপরিহার্য অংশ। পরম শ্রদ্ধা, গভীর ভালোবাসা আর বিপুল মমতার এক চমৎকার সংমিশ্রণের সমন্বিত রূপ হচ্ছে ‘মহব্বত’ নামের এ আরবী অভিব্যক্তিটি।…
রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র সরল পথ—বাকি সব ভ্রষ্টতা
কোনো পথ নেই, একাধিক পথও নেই—শুধুমাত্র রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র পথ। রাসূলুল্লাহ ﷺ এর ওপর যা নাযিল হয়েছে, কেবল সেটিই ইসলাম। আর এর বাইরে যা কিছু আছে, তা ভ্রষ্টতা। তাই প্রতিটি মুসলিমের কর্তব্য হলো—তার আকীদা ও আমল যেন আল্লাহর…