উট শয়তান থেকে সৃষ্ট সংক্রান্ত হাদীসের ব্যাখ্যা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যদি তোমরা কেবল ভেড়ার থাকার জায়গা আর উটের পানির ধারে বিশ্রামস্থল ছাড়া আর কিছু না পাও, তবে ভেড়ার থাকার জায়গায় সালাত আদায় করো। আর উটের পানির ধারে বিশ্রামস্থলে সালাত আদায় কোরো না; কারণ উট শয়তান থেকে সৃষ্টি…
রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র সরল পথ—বাকি সব ভ্রষ্টতা
কোনো পথ নেই, একাধিক পথও নেই—শুধুমাত্র রাসূলুল্লাহ ﷺ এর পথই একমাত্র পথ। রাসূলুল্লাহ ﷺ এর ওপর যা নাযিল হয়েছে, কেবল সেটিই ইসলাম। আর এর বাইরে যা কিছু আছে, তা ভ্রষ্টতা। তাই প্রতিটি মুসলিমের কর্তব্য হলো—তার আকীদা ও আমল যেন আল্লাহর…
একটি হাদীসে কুদসী ও তার ব্যাখ্যা
عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الأَعْمَشُ سَمِعْتُ أَبَا صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ…